
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য উদ্যানপালন বিভাগ আয়োজিত দুই দিনের কমলা উৎসব এবার অনুষ্ঠিত হবে কালিম্পং জেলায়। দার্জিলিং জেলার বাইরে এই উৎসবের আয়োজন। ১৪ এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা এই উৎসবটি অরেঞ্জ ফেস্টিভ্যালের তৃতীয় সংস্করণ।
দার্জিলিং পাহাড়ের ছোট আকারের কমলাগুলো গুণগত মানের দিক থেকে নাগপুরের বড় কমলার চেয়েও উন্নত বলে মনে করা হয়। এই বিষয়ে কালিম্পংয়ের এক চাষী উগেন গুরুং বলেন, “দার্জিলিং পাহাড়ি কমলা খুব মিষ্টি এবং রসালো। শীতকালে এর চাহিদা অত্যন্ত বেশি। তবে, কীটপতঙ্গ এবং রোগের কারণে উৎপাদন কিছুটা কমে গেছে।”
বর্তমানে পাহাড় জুড়ে প্রায় ১২০০ একর জমিতে কমলার চাষ হয়। উৎপাদন বাড়াতে এবং ফলন নষ্ট হওয়া প্রতিরোধে উদ্যানপালন বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এই উৎসবের প্রধান লক্ষ্য চাষীদের উৎসাহিত করা এবং উন্নত চাষ পদ্ধতি সম্পর্কে অবগত করা। উদ্যোক্তারা জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য চাষীদের সমস্যাগুলো বুঝে তাদের সমাধানের পথ দেখানো।”
উৎসবে দার্জিলিং পাহাড়ে জন্মানো কমলা এবং স্থানীয়ভাবে তৈরি খাদ্য পণ্য প্রদর্শিত হবে। সকলেই কমলা বাগানে ঘুরে দেখার সুযোগ পাবেন। এই উৎসবটি শুধু স্থানীয় চাষীদের জন্য নয়, বরং পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। কমলার চাষের উন্নতিতে এই উৎসব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও